খোঁপায় কাশফুল
খোঁপায় কাশফুল
মো. মনির সরদার
কুয়াশায় ভেজা কাশফুলে
রোদ পোড়া ঘাসে
মিষ্টি ঠোঁটের কোণে
লেগে আছে তোমার
মায়া ভরা হাসি।
দীর্ঘশ্বাস পথের পানে
মনের সব ভুলে
রঙিন সাদা ফুলে
আজ তোমার হাসির উৎসবে
আমার মন হারিয়ে গেল।
ফুলের গায়ে শিশির
বিন্দু জমে
পায়ে পায়ে শিহরণ জাগে
তোমার অনুভূতির ফসলে।
তোমার চোখের তারায়
রূপের মায়ায়
আমিও পথ ভুলে
তোমাকেই ভালোবাসি।
তোমার লাজুক
চোখের ইশারায়
আমিও প্রেমে পড়েছি
কাশফুলের মাঝে
তোমায় দেখে কাব্য লিখেছি।
শরৎ শেষে
তোমার ঠোঁটের
হাসিতে আমি মুগ্ধ হয়েছি
দুঃখ -সুখের বর্ষা তোমার
দেহেই ছিলো প্রেম।
স্বচ্ছতার সুক্ষ বিকেল রংধনু
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে
মিষ্টিমুখের হাসি ঠোঁটে
ছড়াও তুমি ভালোবাসার দৃঢ়তা।
মেয়ে তুমি ধোঁয়াশায় ঢাকা
আমার প্রেমের কৃপণতা
সন্ধ্যার বর্ণিল রংধনু
আমার মনের অনুভবে
তুমি বুনো ঠোঁটের হাসি।
আমার আমি খুব সাহসে
নিজের মতো তোমার কাব্য লিখি
মেয়ে তুমি তাও
আমায় ভালোবাসো না।
আমার আমি কুয়াশা বিকেল
তোমার জন্য বাঁধি
তুমি মেয়ে পোষ মানো না
তুমি যে কাশ বন্য হাসি