আত্মশুদ্ধি
আত্মশুদ্ধি
আমান উদ্দীন
অন্যের ভুলত্রুটি ধরার আগে
করো আত্মশুদ্ধি,
অন্যায়ের প্রতিবাদ করো দিয়ে
বিবেক বুদ্ধি।
সর্বদা আত্মসমালোচনা করো
অন্যের নয়,
পরের গীবত করলে পাপিষ্ঠ
রূপে মরণ হয়।
পাপাচারে লিপ্ত থাকলে মানব
জীবন অসার,
দুনিয়ায় অভিশপ্ত জীবন হয়ে
নরক পরপার।
নিজ চরিত্রে নাই যে গুণাবলী
এমন উপদেশ,
অন্যকে পালন করতে কখনো
দিও না নির্দেশ।
সাধ্য যদি থাকে করো সদায়
দান ও পরোপকার,
অসাধ্য হলে অন্তত করো না
কারো অপকার।
জীবনকে সাজাও সৎ আদর্শে
আলোকিত করে,
মরণের পরেও অমর হয়ে রবে
এই দুনিয়ার তরে।