ডিসেম্বর ২৩, ২০২৪

বাঁধন ছাড়া ঘুড়ি

স্বপ্না রহমান

এমন বাঁধনে বেঁধেছ মোরে
বাসনার বশিকরণে,
লাটাই হাতে উড়িয়ে দিলে ঘুড়ি
শূন্যের বালুচরে।

রোদ বৃষ্টি ঝড়ে ; প্যাচ কেটে মোরে
ছিঁড়ে দিলে সুতা,
মনের গগনে মেঘ জমিয়ে ফিরে
নোঙর বসুধা।

নীলাম্বরে দিবালোকে কতো রঙের ঘুড়ি,
নিশুতিরাতে কাটাকুটি করে
চাঁদের আলোয় বুড়ী।

রঙিন প্রচ্ছদে ঐ দ্যূলোকে খেলছো
লাটাই হাতে ঘুড়ি,
মনে হলে তোমায় স্মৃতিরা সব মায়ায়
পুরো আরশি নগরী।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *