মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না
মসজিদ ঘরে আল্লাহ্ থাকে না
মো. ইসহাক মিয়া
শোন ভাই হাজি গাজি মাওলানা
মসজিদ ঘরে আল্লাহ থাকে না।
করতে, সবে মিলে আল্লাহ্ বন্দেগি
নির্দিষ্ট ঘর বানাইছ করিয়া সন্ধি।
তাহা, মসজিদ নামে আল্লাহর ঘর(২)
কিন্তু আল্লাহ সেথায় থাকে না।
পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করো
নামাজে রুকু গিয়ে সিজদায় পড়ো।
মাওলারে কাছে রেখে দূরে খোঁজ(২)
রাখো খোদার কুদরতি পা’য় নিশানা।
মানুষের মাঝে আল্লাহ বিরাজমান,
চাক্ষুষে, আছে তার উপযুক্ত প্রমাণ।
ওরে দিল কাবাতে থাকে খোদা(২)
করছে আল্লাহ নিজেই ঘোষণা।
যারে পাবে না খোঁজে তুমি ভুবন ঘুরে
জ্ঞানে তালাশ করো তব মানব ঘরে।
তোর স্বরূপেই দেখতে পাবে তারে(২)
হেরিলে,একবার এরূপ ভব ক্ষুধা রবে না।
যদি, সত্যি তোমরা আল্লাহ খোঁজ
আগে তবে সোনার মানুষ ভজ,
নত শিরে হৃদ্ মাজারে তারে পূজ(২)
সাধক ইসহাকে বলে এছাড়া তুই পাবি না।