তুমি মানে অন্যরকম
তুমি মানে অন্যরকম
নীলিমা শামীম
তুমি মানেই সুখের অসুখ,মধুর নির্যাতনের নাম
তুমি মানেই বাংলা ব্যাকরণের সবচেয়ে প্রিয় সর্বনাম।
তুমি মানেই সদ্য ফোটা,মন ব্যাকুল করা একটি গোলাপ
তুমি মানেই অদৃশ্য ক্যাবলে দুটি হৃদয়ের মধুর প্রেমালাপ।
তুমি মানেই যেমন ইচ্ছা,লেখা আমার কবিতার খাতা
তুমি মানেই যুগে যুগে কবিদের রচনা মধুর প্রেমগাথা।
তুমি মানেই বনভূমিতে ছুটে চলা মায়ামৃগের নাম
তুমি মানেই কিছু নির্ঘুম রাত,স্মৃতিভরা বেদনার নীল খাম।
তুমি মানেই মায়াবী বিকেল, আড্ডার টেবিলে ধোঁয়া তোলা কফির কাপ
তুমি মানেই মনের আকাশে হঠাৎ ঝড়, পৃথ্বীর অভিশাপ।
তুমি মানেই কথার ঝর্ণা, বিরামহীন আড্ডা তুমুল
তুমি মানেই অকারণ ঠোকাঠুকি ঝগড়া হুলুস্থুল।
তুমি মানেই ছুঁয়ে থাকা সুখ,শিশিরস্নাত স্নিগ্ধ সকাল
তুমি মানেই উত্থাল সমুদ্র পাড়ি দেওয়া নৌকা বেসামাল।
তুমি মানেই ঝিরিঝিরি ছন্দ,নেমে আসা আনন্দ ঝর্ণাধারা
তুমি মানেই বহতা নদী সাগরের মিলনে পাগলপারা।
তুমি মানেই একটি বিরহী শালিক, প্রিয়মুখ অপেক্ষা
তুমি মানেই আসুক ঝড়,তবুও নির্ভয় সহজ উপেক্ষা।
তুমি মানেই যুগল বিশ্বাস,যুগল হৃদয়ের বহুদূর পথচলার
তুমি মানেই লক্ষ্য স্থির,বানাবে স্বপ্নকুঠির,নেই ভয় পথ হারাবার।
তুমি মানেই বুকের গহীন,উত্তর দক্ষিণ বহে যাওয়া ফল্গুধারা
তুমি মানেই বুকের বামপাশ,ধুকপুক সারাক্ষণ,তবুও সুখে আত্মহারা।।