প্রিয় সাথী
প্রিয় সাথী
শামীমা খালিদ শাম্মী
তুই আমার খেলার সাথি
এক আত্মার অতুলনীয় বন্ধন,
চেনা সুরে,চেনা ঘ্রাণে
পাশে ছিলি প্রতি মুহূর্ত
তোর মাঝে আমার গল্প জাগ্রত।
কত আড্ডা, কত খুনসুটি
কত রাগ অভিমান ছোটোছুটি,
সুখ দুঃখের ভাগাভাগি,
অনর্থক কথার ফুলঝুরি,
হাসাহাসি অনুভূতির মাখামাখি
আলোচিত তোর আমার বন্ধুত্ব।
স্মৃতিতে অমলিন চিরদিন
সেই ফেলে আসা দিন,
তুই আছিস স্বামী সন্তানে ব্যস্ত,
আমার উপরও একি দায়িত্ব ন্যস্ত,
দেখা হয় না কতদিন তোর আমার
মনে তোকে খুঁজে পাওয়ার আবদার।
আরেকটি বার আয় না সাথি
সুখ দুখের গল্প করি,বলি মনের কথা
ফিরিয়ে আনি সেই পুরোনো দিন,
নতুন করে আরেকটি বার
স্মৃতির পশরা সাজাই দুজন
মেয়ে বেলায় যাই হারিয়ে।