আমরা কেবলি অভিন্ন হবো
আমরা কেবলি অভিন্ন হবো
দোলন চাঁপা
ও নদী,নদী নদী – –
আকাশের নীল নেমে আসে
জলের অতল তলে ।
জলের গভীরে তরঙ্গ তরবারি নিয়ে
হৃদ কম্পন তোলে
অলক্ষ্যে নেচে ওঠে জলের ঢেউ
বাতাসের দ্রিমিদ্রিমি ।
ও বাতাস,ঝড়ো সর্বনাশ
বাতাস ফিরেও তাকায় না
না জলের ফোয়ারা, রৌদ্র কথন
কিছুই না।
ভোরের স্নিগ্ধ প্রেম
চুম্বনের কথা ভুলে
মেঘে মেঘে বাতাসে ভেসে যায়
– ও বাতাস ।
শুদ্ধ প্রেমাচার জানিনা
চলো সারিবদ্ধ পাহাড়ের কাছে
তলানিতে জল ছলছল
আদিম অনুসঙ্গ, বুকের তুফান।
আমরা কেবলি অভিন্ন হবো।