মরণ ছুঁয়ে যাই
মরণ ছুঁয়ে যাই
চন্দ্রবলী মুখোপাধ্যায়
খাদের ধারে যাবে? চলো দেখি একটিবার।
কি আছে ওখানে? কালের শেষ খুঁটি।
মৃত্যু নিঙড়ে যাওয়া আবক্ষ ছায়া।
কি কথা বলে সে, কি ভাষা তার, কি সুর শিখেছে সে মৃত্যু ছুঁয়ে ছুঁয়ে?
দীর্ঘ জীবনের শেষে অকপট –নারকীয় সম্পর্কটা ঝালিয়ে নেওয়ার আর দরকার নেই।
ঝুলি খুলতেই ঝরে পড়ে গুঁড়ো গুঁড়ো ধুলো ।
মুখ ফেরাতেই, ছোটো ছোটো আঙুলের আঁচলে টান, ভাঁজ খুঁটে দেখি নিভু নিভু আশা,
তলিয়ে গিয়ে ভেসে ওঠার মতো বাঁচা। মরন-বাঁচনের খান্ডবদহন।
খাদের অন্তরে সর্বাঙ্গ ডুবিয়ে দিলেই,
আহ্, আনন্দ-মরণ !