আশা ভালবাসা
আশা ভালবাসা
এস এম মামুন ইসলাম
স্কুল জীবন এ-র প্রেম, যায় কি তারে ভোলা
দীর্ঘ কয়েকবছর চলে, তারপর আবার রয়ে গেল তোলা।
আটকে রইল জীবন নামের শক্ত নাটিকা
কেমনে করবে আশা ভরসা, এক নিমিষেই ঝটিকা।
তুলতে পারেনি নিশ্চয়ই প্রেম নামের বিশাল পাতি
আঁতেল কানুনের শিথিলতার বিরাট বাতি।
স্বচ্ছ মিষ্টি দীপ্র শহর জুড়ে খুজে ফিরে আশা
লোকালয়ে কিংবা পাহাড় পর্বত ভূমির ভাষা।
গিরিখাত কিংবা জলরাশি, অথবা হিমালয় জুড়ে
নিস্তব্ধ জীবন এ-র প্রেম নিয়ে ডাকি বিনয়ী সুরে।
সুখ সে-তো বড়সড় একটা বোয়াল, না যায় ধরা
পাহাড় পর্বত ডিঙিয়ে, অবশেষে জলরাশি হয়ে শরা।
নীলিমা জুড়ে দেখি সুদীর্ঘ প্রদীপ জ্বলে
আঁধার নেমে আসে তন্দ্রা নিশীথ, হিমাদ্রির ছলে।
ঊর্ধ্বে উঠতে পারেনি নিশ্চয়ই, তবুও বৃষ্টি হয়ে ঝরে
আঁখি ছলছল করছিলো তবুও চায় তোকে বারেবারে।
মাঝে মধ্যে মনে হয় খুব কড়া রোদ্দুরে হাঁটি
জীবন নদের জোয়ার এসে প্রেম হবে খাঁটি।
দিগন্তের এপাড় থেকে বেরিয়ে এলো লাল ভূমি
সূর্যিমামার আমৃত্যু সরব আকৃষ্ট করে দেয় জমি।
এতো বেশি চাই তোরে, কি বলব আর জোরে
মনের ভাষা বুঝে নিতে হয় একলা অনুসারে।
ভুলে গেলি জীবন এ-র কাছে আমার সব স্মৃতি
এরই নাম আশা ভালবাসা- হারিয়ে সকল বিবৃতি।