বইরি ফসল
বইরি ফসল
গাজী আজাদ
বিষাদ সিন্ধু -শিশির বিন্দু
পড়ছে দূর্বাঘাসে,
ওহে সাথী-এসো মাতি
আশ্বিনের এ মাসে!
শিউলি বকুল- করলো আকুল
মন দরিয়ার পাড়ে,
বিমোহিত -হলাম নত
রূপে নজর কাড়ে!
মৃদু হাওয়া-তোমায় পাওয়া
হবে কি গো রথে,
কৃষক হয়ে- জীবন ক্ষয়ে
ঘুরছি মেঠো পথে!
অনুরাধা – মেখে কাদা
বাইছি লাঙল ক্ষেতে,
কষ্ট করি- স্বপ্নচারী
সোনার ফসল পেতে!
বইরি ফসল- উঠবে আসল
যদি আসে ঘরে,
সবাই মিলে- গ্রামের বিলে
কৃষি কাজ’ই করে!