কষ্ট
কষ্ট
গোলাম মোস্তফা
কষ্ট গুলো নষ্ট করে সব কিছু
কষ্ট গুলো দেয় না ভাবতে আগুপিছু,
কষ্ট গুলো বুকের মাঝে বাধে বাসা
কষ্ট থেকে সরে আসা খুব দুরাশা।।
চলতি পথে বল তুমি ভাল আছি
আমিও বলি খুব ভাল আছি,
কেউ জানে না দুঃখ ব্যথা কার যে কত
ব্যথা নিয়ে থাকে শত শত মানুষ কাচাকাছি।।
সবাই দেখে শান-শওকত পোষাক আশাক
মেকি হাসি পরিজনের ফাঁকা ভাষন,
বয়স হলেই অপাংতেয় ঠাঁই হয় পিছন ঘরে
অপাংতেয় সবার কাছে থাকে না আর বিলাস ব্যসন।।
কষ্ট নিয়ে বেঁচে আছে কত লোক
জীবন্মৃত চলছে পথে বুকের মাঝে কত শোক,
দেখে কেউ ভাববে না সে জিন্দালাশ
তাকে দেখে পাবে না কোন আভাস।।