ডিসেম্বর ২৩, ২০২৪

Beautiful tropical beach sea and ocean with coconut palm tree at sunrise time for travel and vacation

ব্যাকুল লজ্জা

দোলন চাঁপা

শহর জুড়ে নেমেছে রাত

রাতের বুকে ঘুম

তারাগুলো জেগে থাকে

চাঁদের গায়ে দেয় চুম।

ব্যাকুল লজ্জায় মেঘের

আড়ালে চাঁদ করে লুকোচুরি

কী পেলব মায়ায় ফুল

মেলে ধরে পাপড়ি

চারদিকে পরে যায় ধুম।

চোখের গভীরে রং ছিটিয়ে

কথা বলো রেখে চোখ

আঁধারে জোনাক জ্বলে

এইরাত তোমার আমার হোক।

উতলা ঢেউ বুকের অতলে নিঝুম।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *