ব্যাকুল লজ্জা
ব্যাকুল লজ্জা
দোলন চাঁপা
শহর জুড়ে নেমেছে রাত
তারাগুলো জেগে থাকে
চাঁদের গায়ে দেয় চুম।
ব্যাকুল লজ্জায় মেঘের
আড়ালে চাঁদ করে লুকোচুরি
কী পেলব মায়ায় ফুল
মেলে ধরে পাপড়ি
চারদিকে পরে যায় ধুম।
চোখের গভীরে রং ছিটিয়ে
কথা বলো রেখে চোখ
আঁধারে জোনাক জ্বলে
এইরাত তোমার আমার হোক।
উতলা ঢেউ বুকের অতলে নিঝুম।