কাঁশফুল
কাঁশফুল
মো. মনির সরদার
মেয়েটি কাঁশফুলের
মতোই সরল স্বভাবের
রূপবতী কিশোরী
কাক ডাকা রোদে
কাঁশফুল হাতে তুমি আছো দাড়িয়ে।
দীর্ঘ পথের পাশে
মনের গহীন কোণে
রঙিন ফুল ফুটে,
ফুলের গায়ে মেঘ জমে
পুষ্প হাসির শেষে।
হারাই কি আমিও
তোমার হাসিতে
তোমার চোখের মায়ায়
কি দারুণ জাদু রেখেছো।
আমিও তোমার
প্রেম ইশারায় পড়েছি
জল জমে দুঃখের অকারণে
তোমার দেহেই ছিলো
স্বচ্ছতার সুখ।
বৃষ্টি- রোদের হাসি তুমি
আমার বাঁধো মনে
সাহস করে বলছি আমি
তোমায় আজন্মকাল
নিজের চাইতেও বেশি ভালোবাসি।
আমার বৃষ্টি বিকেল
কাঁদে তোমার জন্য
তুমি মেয়ে আসবে কবে
আমার এই শূন্য দেহের ঘরে।