অনুযোগের কারণ নেই
অনুযোগের কারণ নেই
গোলাম মোস্তফা
অর্ধেক সুখ বাকি অর্ধেক —-
বাকি টুকু কাটানোর জন্য ছুটোছুটি
দুঃখ কেউ চায় না জীবনে
সুখের জন্য হুটোপুটি।।
সবাই সুখ চায় আরো আরো
সব থাকা মানুষেরা ছোটে
বেশি সুখের জন্য ছাড়ে নৈতিকতা
অবৈধ সম্পদ অর্থ লোটে।।
সুখ আরো সুখ
সুখের নেই যেন শেষ
আরো অর্থ আরো সুখ
দুঃখই পরিণতি অবশেষ।।
বড় বড় অট্রালিকার বিশাল ফ্লাটে
অনেক সুখ যদি খোঁজো তুমি
দেখবে টুনাটুনির ছোট্ট সংসারে
দুজনের মাঝে বিশাল মরুভূমি।।
বিশাল অট্টালিকার পাদদেশে
ঝুপড়ি ঘরটাতে বিশাল পরিবার
যে যার মত উপার্জন শেষে
একত্রে বসে হেসে হেসে রাতের আহার।।
হুড়কোটা টানা হয় না অনেক সময়
ঘুমে ঢলে পড়ে যে যার বিছানায়
সুখ কাকে বলে বুঝে নাও
অনুযোগের কোন কারণ নাই।।