পূর্ণতায় প্রণয়
পূর্ণতায় প্রণয়
শামীমা খালিদ শাম্মী
একটু বিশ্বাস দিবে আমায়
আমি চিৎকার করে বলতে চাই
কতদিন বলিনি, বুকে বড্ড হাহাকার,
অবিশ্বাসের যন্ত্রণায় পুড়ছি অবিরত
তাই আজ ভালোবাসি বলতেও ভয় হয়।
একটু আস্থা দেবে আমায়
আমি হাতে হাত রেখে দিতে চাই
মায়া ভরা বক্ষে জড়াতে দাও,
কতদিন বুকে জাপিয়ে পড়িনি,
বেইমানের উপমায় সেজেছি বারবার
তাই আঙ্গুলের স্পর্শ নিতেও ভয় হয়
একটু ভরসা দিবে আমায়
অতৃপ্ত প্রত্যাশায় আশা দেখতে চাই
নিখুঁত অভিনেত্রী খেতাবে বন্দী,
কতদিন প্রাণ খুলে হাসিনি,
মিথ্যার বেসাতি বাঁধনে বেধেছি প্রেম
তাই প্রিয় ডাকটাও ডাকতে ভয় হয়।
তবুও বুক পাঁজরে যত্ন করে অপেক্ষা জমাই
স্বপ্ন বুনি মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখার,
আদুরে ছোঁয়া এঁকে দেই লাল আবীর কপালে,
বিশ্বাস ভরা দিগন্ত উন্মোচিত সবুজে
পূর্ণতার প্রনয়ে বাঁচতে চাই আমৃত্যু।