অংশীদারহীন পাপ
অংশীদারহীন পাপ
আমান উদ্দিন
দুনিয়ায় যত করবে লোভ
চলবে পাপের পথে,
খোদার কাছে জবাবদিহির
কেউ রবে সাথে।
আত্মীয়স্বজন কেহ নেবে না
পাপের কোন অংশ,
পাপিষ্ঠ পথে করবে তোমার
জীবন মরণ ধ্বংস।
নিজের ভুলের জন্য পাবে
প্রভুর কঠোর সাজা,
লোভ লালসায় জীবদ্দশায়
ভরবে পাপের বোঝা।
যত চেষ্টা করো জগৎ টাকে
করতে তুমি গ্রাস,
সাধ্যের অসাধ্য তাহা লোভে
করবে সর্বনাশ।
দুনিয়াতে পাপের কর্ম করলে
পরকাল বিনাশ,
মহান সৃষ্টিকর্তা বরাদ্দ করে
দোজখ স্থায়ী নিবাস।
জীবদ্দশায় যত পারো করো
নেক পুণ্যের কাম,
সার্থক হবে মানবরূপে জন্মা
এই ধরাধাম।