রকমফের
রকমফের
অরবিন্দ সরকার
বাঁশ বাগানের পাশে কাশের ঝাড়,
দুটিই তৃণ! তবু কেন বাঁশের বাড়?
কামরাঙা টক্ ফল,মাছরাঙাপাখি,
দোয়েল কোয়েল কে কারে ফাঁকি?
বাঁদর জন্তু বিশেষ,বৃক্ষ বাঁদরলাঠি,
ঢাকি ঢাক বাজায়, নারদের কাঠি।
কাকাতুয়া কথা বলে,কাক চেঁচায়,
রাম রহিম অন্যজাত,তবু ভাই ভাই।
ইতি যদি শেষ হয়,তো ইতিহাস নয়,
লক্ষ্মীপেঁচা শ্রীবাহন,কালপেঁচা ভয়।
বাগ হলো বাগান, বাঘ সুন্দর বনে,
বাস যানবাহন, বসবাস ঘরকোনে।
রথি চালায় রথ,পথে চাপে মহারথী,
পতি রইলে সতী কয়,নইলে দূর্গতি।
সখির সখ্যতা থাকে,মূর্খের মূর্খামি,
সোনাদানা মূল্যবান,খাদে বেদামী।
চতুর নরসুন্দর,চতুর কাক শেয়াল,
ভেকধারী দুরাচারী তপস্বী বিড়াল।
ষাঁড়ের মতো চিল্লিয়ে,শ্রেণীর স্যার,
চাল খেয়ে চাল মারা,নষ্টা ব্যবহার।
সুগন্ধি চন্দন কাঠ, প্রসাধনী গড়ায়,
পচাশামুক চারিদিকে দুর্গন্ধ ছড়ায়।