ভরা ভাদর
দোলন চাঁপা
মেঘ মাদকতা জুড়ে আকাশের চারপাশে,
কী অদ্ভুত মিল জীবনের সাথে আকাশের।
আকাশের দিকে তাকালে যেমন স্পষ্ট হয়
আজ দারুণ বৃষ্টির ঘ্রাণ,
তেমনি স্পষ্ট হয়
প্রতিটি সম্পর্কের দৈর্ঘ্য প্রস্থ আয়তন।
এই ভরা ভাদর ভেসে যাক
ওড়না বয়সী নারীর চোখের জলের মতো।
About The Author
Post Views: ১০২