চাঁদের বুকে গ্রহণ লেগেছে
চাঁদের বুকে গ্রহণ লেগেছে
শাশ্বতী রায়
হৃদয়াকাশে বড্ড যত্ন করে
আগলে রাখা চাঁদটা ক্ষয়ে যাচ্ছেে,
কি হবে ক্ষয়িষ্ণুচাঁদের কোলাজ একে?
ঘনঘোর আঁধার নেমেছে।
আজ দিশা হারা হৃদয়,
চেনা মুখ গুলো বিবর্ণ কালচে
কেমন যেন অচেনা লাগছে।
ধোঁয়াশা আবছা আলোয় মুখথুবড়ে পড়েছে পথমাঝে।
হোঁচট খেয়ে খেয়ে এখন
বিশ্বাস গুলো খান খান হয়ে গেছে।
আর কি কখনও রূপালী জোছনা ভরবে হৃদয়াঙ্গিনা,
কে জানে সে কথা? নীরব মায়ার বুননে!