স্মরণে চব্বিশ,জুলাই ছত্রিশ
স্মরণে চব্বিশ,জুলাই ছত্রিশ
তাহমিনা নিশা
একটি নয়, দুইটি নয়, হাজার কথা বলো
মনের যত লক্ষ কথা এবার বলে ফেলো
সত্য কথা বুকেই ছিল মুখে যে আনো নাই
মুক্তভাবে চিন্তা শুধু অলীক ভাবনায়।
বন্ধ ছিল মুখের ভাষা নিঠুর ছলনায়
বন্দি ছিলে,ভাঙল তালা জেন-জি ক্ষমতায়।
কোটার দাবী জানায় তারা,চাই যে অধিকার
মেধাবী শোনে সবাই নাকি বাচ্চা রাজাকার।
কণ্ঠ আর রুদ্ধ নয়, রক্তে ওঠে বান
গর্জে ওঠে ছাত্র দলে সবাই দেবে জান।
প্রথমে ছিল শুধুই কোটা পরে যে একদফা
একটি মাসে দাবীর মুখে করল দফারফা।
স্বাধীন দেশে স্বাধীন হওয়া তুচ্ছ কথা নয়
দাবীতে গুম, হলো-যে খুন, হাজার প্রাণ যায়।
অস্ত্র ছাড়া দাবীর মুখে মিছিলে হলো গুলি
আকাশ থেকে জমিন থেকে উড়ায় সব খুলি।
পুলিশ ছিল আরো যে ছিল বাহিনী হেলমেট
পিটিয়ে মেরে, ভ্যানেতে তুলে বন্ধ করে গেট।
ছাত্র পেলে ভরতো জেলে চিরুনী তল্লাশি
আইন নাই, বিচার নাই,পরাতো গলে ফাঁসি।
অত্যাচার বাড়িয়ে দিয়ে গভীর রাতে হানা
আয়না ঘরে ঢুকিয়ে নিতো,ঢুকাতো জেলখানা।
মানুষ ছিল দেখতে সবে,আসলে কংকাল
খোলস পরা মানুষ গুলো সত্যি জঞ্জাল।
স্বাধীন তুমি,এখন আর নেই তো শৃংখলে
স্বাধীন হতে দিয়েছে প্রাণ ছাত্র দলে দলে।
সাইদ লাশ মুগ্ধ লাশ লাশের ছড়াছড়ি
দাবীর মুখে পালিয়ে গেল স্বৈরাচারী বুড়ি।
স্বৈরাচার পতন হল জুলাই ছত্রিশ
সালটি মনে থাকবে গেঁথে স্মরণে চব্বিশ।