ডিসেম্বর ২৩, ২০২৪

কবিতা মেলা

বিকাশ সাহা

আবার দেখা হবে- ২২-১২-২৪–

কবিতার মেলা মানেই কলম সৈনিক সাহিত্য পরিবার- নিত্যনতুন কবিদের নিয়ে এক নতুন সূচনা।

যেখানে লেখকের লেখনীর স্বপ্নগুলো পায় পূর্ণতার রেশ গতি গন্ধের মঞ্জুরি।

শ্রমের ফল পায় প্ররিশ্রমের স্বীকৃতি, জীবনের পথে মেলে হাসির এক নতুন গতি।

মনের গভীরে বয়ে চলে প্রশস্তির স্রোত, কষ্টের দিনগুলো পেরিয়ে এসে মেলে নবীন সূর্যোদয়।

এখানে ছোটো ছোটো জয়ে আছে বড়ো বড়ো আনন্দ, মুহুর্তে মুহুর্তে বাঁচতে শেখায় জীবনকে আগ্ৰহ।

আছে এখানে অনেক ইভেন্ট আছে নানান পুরস্কার, আছে বিনা খরচে বছরে তিনটি বই, কবিদের প্রাপ্তির আনন্দে হৃদয় পায় চিরকালীন বিনোদন।

অবিরত পথ চলায় আসুক যত বাঁধা- কলম সৈনিক সাহিত্য পরিবার আছে সাথে- ভয় কি তাতে, এটাই জীবনের সার্থকতা,

কবিদের কবিতার মেলা- হৃদয়ের গুণগুণ।

এটাই তো জীবন- কবিদের লেখনীর লড়াই ও সংগ্ৰমের নাম – কলম সৈনিক সাহিত্য পরিবার! মনে রাখো যাত্রা যতো কঠিন হোক, একমাত্র আনন্দের ও পরিবারের নাম- কলম সৈনিক সাহিত্য পরিবার, যেখানে পাওয়া যায় নতুন রসদের ডাক।

দেখা হবে- সবার সাথে আবার কথা ও হবে- ২২-১২-২৪।

এখানেই শেষ নয়-কলম সৈনিক সাহিত্য পরিবার এক সূত্র- মনের গভীরে লুকিয়ে থাকে শক্তি, হয় নতুন পথের খোঁজ-নতুন অঙ্গীকার।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *