সাদা মনের শিক্ষক
সাদা মনের শিক্ষক
আমান উদ্দিন
শিক্ষা জীবনে পিতা মাতার পরে
যার থাকে অবদান,
মানুষ গড়ার কারিগর শিক্ষকের
অনস্বীকার্য স্থান।
হৃদয়বান শিক্ষকেরা শিক্ষার্থীর
সদা চান ভালো,
অক্লান্ত পরিশ্রম করে ছাত্রছাত্রীর
ভবিষ্যৎ করেন আলো।
পথের দিশারী শিক্ষক পাঠদানে
করেন না অবহেলা,
শিক্ষার্থীর ভালো ফলাফলের
চেষ্টায় কাটান বেলা।
ভালোবাসার বন্ধনে শিক্ষার্থীকে
করে নেন আপন,
সাদা মনের শিক্ষকেরা দেশের
অমূল্য রতন।
বহু নির্লোভ শিক্ষক মানবেতর
করেন জীবনযাপন,
তাদের প্রতি ভক্তি ও শ্রদ্ধাঞ্জলি
করি অর্পণ।
জাতির বিবেক শিক্ষককে যথাযথ
করতে হবে সম্মান,
ছাত্র কিংবা জনগণ কর্তৃক কখনো
করা যাবে না অপমান।