নীল নয়না
নীল নয়না
আমান উদ্দীন
ওগো নীল নয়না রূপের কন্যা
কোথায় তোমার বাড়ি,
আমায় সত্যি করে বলো তুমি
মানুষ কি না পরী ?
তোমায় দেখে মনেপ্রাণে লাগছে
প্রেমের আগুন,
যতই দেখছি মুগ্ধ হয়ে আগুন
হচ্ছে দ্বিগুণ।
তোমার রাঙা ঠোঁটের মিষ্টি হাসি
চুরি করেছে মন,
আমি এখন তোমায় নিয়ে দেখছি
শুধু আগামীর স্বপন।
তোমার জন্য পাগল হয়েছে মোর
অবুঝ হৃদয়,
তুমি কি আমার প্রেমের আহবানে
হবে একটু সদয় ?
তোমায় নিয়ে গড়তে চাই প্রেমের
নব তাজমহল,
কথা দিলাম সাথী হয়ে জীবনভর
থাকবো অবিচল।
একে অন্যের সুখ দুখের সঙ্গী হবো
সারাটি জীবন,
জীবদ্দশায় আসতে দেবো না কভু
বিরহ বিচ্ছেদের ক্ষণ।