একটাই জীবন
একটাই জীবন
বিকাশ সাহা
এ জীবন – একটি কবিতা বা গল্প, একটি ৬০ পাতার বই, আর তার প্রতিটি পাতায় আছে গল্ল বা কবিতা- আজকাল অনেক গ্রুপ তা কয়, তবে তা কিনতে হবে নানা রকমের দামে।
এখানে থাকে লেখা- হাসি, কখনো কান্না মিশে থাকে ছন্দে, স্বপ্নের পেখম মেলে উড়তে চায় কবি, হয়তো বেঁধে রাখে তাকে নিয়তির বন্ধন।
এ জীবন এক নদীর মতো, যা বয়ে চলে অবিরাম, কখনো শান্ত, আবার কখনো উত্তাল তার বাস্পরূপ ধাম।
পথে পথে চিহ্ন রেখে যায় কবি আর নদী বয়ে যায় জল,নদীটির তার প্রতিটি বাঁকে শেখায় নতুনতর ফল, আর একটি কবি লিখেযায়- তার জীবনের লেখা।
এ জীবন – এক সংগ্রাম, প্রতিদিন হয় নতুন যুদ্ধ, বিচার চাইলে পাইনা, চাকরি চাইলে পাইনা, শিক্ষা চাইলে পাইনা, কিছু বললেই – বিপরীতে দাঁড়িয়ে থাকে সংশয় আর তর্ক।
তবুও এগিয়ে যেতে হয় অজানা আলোর পথে, হার না মেনে, স্বপ্ন ধরে রেখে হাতে হাত, যদি কেউ থাকে সাথে।
এ জীবন- একটি গান, যা নানান সুরে বাঁধা, কখনো কাঁদায়, কখনো হাসায়, আবার কখনো সান্ত্বনা দেয়, আবার আসে অতীতের কিছু ছায়া।
ভবিষ্যতের আশায় থাকি আমরা সবাই, এই যাত্রা শুধু বেঁচে থাকার চেষ্টায়।
এ জীবন- শেষ নয়, শুভ এক নতুন দিগন্ত, প্রতি পা ফেলি যেন এক অমর আস্থায়, তাই যতই হোক ক্লান্তি থামবে না এই কলম কখনো, কারণ জীবন মানে এগিয়ে চলার অমোঘ প্রহর, যা একটি কবির কবিতাতেই উঠে আসে।
কবির কলম সাথে আছে- তাই লেখা তাতেই আসে- একটাই জীবন- কবির কলম চলবে– এটাই স্বাভাবিক।।
প্রিয় কবি বিকাশ সাহা, অসামান্য সুন্দর নান্দনিক শব্দাঞ্জলি… আপনার লেখাটি ভীষণ ভালো লাগলো… শুভেচ্ছা ও অভিনন্দন জানাই প্রিয় কবি…