সাক্ষী ঝরা পাতা
সাক্ষী ঝরা পাতা
শাহনাজ পারভীন মিতা
নদীতীর ,হাটবার জন্য দুদিকে দুটো রাস্তা,
ফিরেছে আবার একই বিন্দুতে।
বৃত্তের মতন ঋতুচক্রে
শীতের পর গাছগুলো যেমন সেজে
ওঠে নতুন সবুজ পাতায়।
তারপর ফুলে ফুলে সাজে বর্ণীল রঙে
ধীরে ধীরে সময় গড়ায়,
বর্ষা বৃষ্টির গভীর ছোঁওয়ায়
রঙে রঙে সাজে সে টুপটাপ সুরে
কখনও অবিরাম শীতল বাতাসে
পাতা ঝরে পড়ে রাস্তায় ,জমা হয় শুধুই
পথের দু,ধারে ।
অসীম মুগ্ধতায় প্রুস্ফোটিত ফুলের মতন
কখনও বাতাসে উড়ে যায়,
ঝরাপাতা দূর থেকে দূরে ।
পথিকের পথচলার নীরব পদচিহ্নে
শুধুই গভীর অনুরণন ,
নিঃসীম আলো তারই মাঝে পথের ক্লান্তি,
নদীতীর ছুঁয়ে দুটি পথ মিলে
হাহাকার স্বপ্ন বেদনার অন্তমিলে ।