সত্যবাদী বীর
সত্যবাদী বীর
আমান উদ্দিন
সদা সত্য কথা বল মিথ্যাকে
দিও না আশ্রয়,
সত্যের কাছে মিথ্যার সদায়
হয় পরাজয়।
সত্যকে আঁকড়ে ধরলে জীবন
চলার পথে,
কভু অকৃতকার্য কেহ হয় না
পার্থিব জীবনরথে।
সৎ চরিত্র গঠন করে সত্যের
পথে থাকলে বলীয়ান,
পাপ থেকে মহান সৃষ্টিকর্তা
রাখবে পরিত্রাণ।
জুলুমবাজের নিকট কখনো
করো না নতশির,
জীবদ্দশায় হও অকুতোভয়
সত্যবাদী বীর।
জীবনে হবে মহীয়ান রাখবে
মানুষ স্মরণ,
সৃষ্টিকর্তা বরণ করবে স্বর্গে
যখন হবে মরণ।