সময়ের সিদ্ধান্ত
সময়ের সিদ্ধান্ত
মো. মনির সরদান
তুমি বাস্তবতা মেনে
নিতে পারো না
তুমি যদিও জানো
আমার লেখা কাব্যের রহস্য।
আমার ভাবনায় কখনো
অসময় বলে কিছুই ছিলো না
যা আমি লিখেছি
যা আমি করেছি সব সময়েই।
প্রেম এখনো তোমার কাছে ফেরেনি
তবে আমি ফিরবো তোমার অধরই
তুমি জেনো তোমার হৃদয়ের
অনুভবে আমি আছি।
আমি থাকবো সময়ের
সঙ্গে জড়িয়ে তোমার মায়া আদরে
আমার অসময় বলে
কিছু ছিলো না
যা ছিলো সময়েই।
অসমাপ্ত শুধুই তুমি
তাও আমার জীবন গল্পে
যদিও তোমাকে আমি
বারবার বলেছি
তুমি কখনোই কানে
তোলোনি।
আজ তুমি একবার চেয়ে দেখো
সময় আমায় কতটা পরিবর্তন করছে
অসময় বলে আমার
কিছু ছিলো না
যা ছিলো তোমার জন্য ভালোবাসা।
আজ যা ঘটেছে সময়েই
তাও ছিলো আমার লেখা
তুমি চলে গেছো দূরে
কিন্তু রয়ে গেছো আমার
লেখা কবিতা ও গল্পে।
আমার যা ছিলো
শুধুই তোমার
তবে আমি সময়ের
সঠিক সিদ্ধান্ত গ্রহণ করি।