অক্টোবর ২৮, ২০২৪

অনামিকা অরণ্যের গান

0

অনামিকা অরণ্যের গান

পারভেজ শিশির

তোমাকে আবার ফিরে পাবো ব’লে

​ ​ ​ ​ ​ ​ ​ ​ স্বতঃদ্বিধাহীন কেবল

এমন পথে নেমে যাওয়ার ছল

আমি চিনিনে অথচ অবলা গাছপালাও

​ ​ ​ ​ ​ ​ ​ ​ আমার কষ্টে দিশেহারা হয়ে

এদিক ওদিক দোলে…

কোনো এক বিস্মৃত শীতের প্রাক্কালে

​ ​ ​ ​ ​ ​ ​ ​ হঠাৎ হিমেল বাতাসের ঝাপটায়

খেজুর পাতার ফাঁকে চিকন চাঁদ রাতে

তোমার আলিঙ্গন মনে পড়ে যায়

“কি হবে তুমি একটি বার ফিরে এলে…!”

শুধু আর মনে পড়ে না তোমার মুখ

​ ​ ​ ​ ​ ​ ​ ​ যে মুখের চৈতী ঘামে

জেগেছিল রূপোলি গাঙ্গের ঢেউ ~~~

বুঝে না বুঝেই যেন কিভাবে

কারণে বা অকারণে সন্দেহের দোলাচলে

“আর কবে দেখা হবে মনের বারান্দায় !”

বহুমাত্রিকতায় মনের সমস্ত প্রকোষ্ঠ

​ ​ ​ ​ ​ ​ ​ ​ বিনিময় হয়েছিল একদিন

তোমার এবং আমার সর্বক্ষণে…

তারপর সবখানেই আমাদের প্রেম

বিশুদ্ধ সবুজ শিশিরে সর্বাঙ্গ টলমল…

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ গাছের ঠান্ডা পাতায়,

“চোখের শিশিরে তোমার প্রতিবিম্ব দেখা যায় !”

সূর্যাস্তের কুসুম প্রচ্ছায়ায়

আশাবরী নদী জলের নিকষিত হেম

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ চেয়ে আছে যেন কেউ

অনাদিকাল স্মিতহাস্য সজল

ফুলের পাপড়ি, হলুদ পরাগরেণু, কুন্তল কুয়াশায়…

জীবন প্রাচুর্য্যের এত এত ভার

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার প্রেমের আমৃত্যু দানপত্র

“আর কবে তোমার একটু সময় হবে !”

অসম্পূর্ণ সামান্য দুটো পা আর

বইতে অপারগ হয়ে যায়, তারপর’ও

​ ​ ​ ​ ​ ​ ​ ​ ​ সে নিশ্চল হেটে হেটে

মায়াকাঞ্চণ অরণ্যে তোমাকে খুঁজে ফেরে…

তবুও তো ভালো কেউ না হোক অবশেষে

ভ্রমর পাখি ফড়িং মাঝে মাঝে

​ ​ ​ ​ ​ ​ ​ ​ প্রজাপতি এসে এসে

যেন কী এক দূর্বোধ্য গৈরিক ভাষায়

তোমার কথা ব’লে ব’লে যায়…

আর তোমার মনমহুয়া

প্রযুক্ত করে প্রাণময় ক’রে

​ ​ ​ ​ ​ ​ ​ ​ তোমার অনিবার্য অপেক্ষা

ধুলোমাখা দুটো ‘স্থলপদ্ম চোখ’

তোমার পান্ডুর মুখ স্মরণে রেখে

​ ​ ​ ​ ​ ​ ​ ​ নিঃশেষে বিভাজ্য করতল মুঠো ক’রে

হেটে যায় অরণ্যে অতল শূন্যতা নিয়ে …

সেখানে সেই অচিহ্নিত

অনামিকা অরণ্যে কাঁচ-সবুজ

​ ​ ​ ​ ​ ​ ​ ​ মখমলি ঘাসের তলায়

তুমি কোনো একদিন খুঁজে নিও

​ ​ ​ ​ ​ ​ ​ ​ জ্বেলে প্রিয় নয়ন জ্যোতি

তোমার যুগান্তরি প্রাণময়ের নিঃসহায়

অকাতর নিঝুম সমাধি …

অক্টোবর ২৮, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *