প্রেমের ফাঁদ
প্রেমের ফাঁদ
আমান উদ্দিন
তোমার প্রেমে সাড়া দিয়ে মোর
হয়েছিলো ভুল,
এখন বিরহের অনলে পুড়ে দিচ্ছি
ভুলের মাশুল।
ভালোবাসার প্রতিজ্ঞা করে তুমি
কেড়েছিলে মন,
আমি কখনো ভাবি নাই আসবে
এমন দুখের ক্ষণ।
আমায় তুমি পর করে রয়েছো
পরম সুখে,
তোমার ছলনায় পড়ে আমার
ঘুম নাই দুটি চোখে।
আমি আগে যদি বুঝতাম তুমি
এতো নিঠুর,
তোমার প্রেমের ফাঁদে না ফেঁসে
থাকতাম বহুদূর।
আমায় তুমি কষ্টের সাগরে ফেলে
গড় প্রেমের তাজমহল,
তোমাকে নিবেদন করি করো না
আর কাউকে ছল।