সহধর্মি নারী
সহধর্মি নারী
গাজী আজাদ
দ্রোহের অনল প্রখর দীপ্ত
শপথ করে বলি,
জীবন বোধের বেদনালোকে
অবিরাম পথ চলি,
প্রেমের সৃষ্টি অকাল দৃষ্টি
সহধর্মি নারী,
মিলন আশিশ পাইনি সত্তা
নয়ন ঝরায় বারি!
প্রণয় দহন অবিরত
দিয়ে গেলে ফাঁকি,
হৃদ অম্বরে লোহিত প্রেম
মরণ শুধু বাকি!
প্রেম অনলে দগ্ধ হিয়া
স্বপ্ন হারায় রাশি,
বিরহী সুর তুলে আমার
রাখালিয়া বাঁশি!
তুমি আমার স্বপ্নচারী
হৃদয় রাজ্যের রাণী,
প্রেমের আশিশ পাবে সত্তা
অমর প্রেমের বাণী!