নিঃশ্চুপ ঘুমভাঙ্গা
নিঃশ্চুপ ঘুমভাঙ্গা
মো. মনির সরদার
নিঃশ্চুপ নিঃশব্দে আমি
কাঁদতে চাই সংগোপনে
মিথ্যে এই স্বপ্ন দেখেছি
শুধুই তোমাকে ঘিরে।
সত্য দিয়ে সুখের সুবাস
মিথ্যে দিয়ে ভাঙ্গে সংসার
স্বপ্ন আমার ওই নীল আকাশে
লগ্ন সময় ভাগ্যের পরিহাস।
এক আবেগময় আঙ্গিনায়
আমার ভালোবাসার বিছানায়
তোমাকে ঘিরে স্বপ্নের সীমানায়
হেঁটে হেঁটে পথচলা খুবই সহজ।
ক্লান্ত আমার এই হৃদয়ে
অক্ষরে অক্ষরে লিখেছি তোমায়
তবু অন্তর দৃপ্ত -তবু জীবন গল্প
মিথ্যে সুখে অভ্যস্ত।
বৃত্ত ভালোবাসায়
স্থির তোমার হৃদয়
অঙ্গ জুড়ে ছাড়িয়ে
আছে মিথ্যে প্রেমের ভয়।
এক রূপকথায় রয়েছে
লেখা সত্যের পরাজয়
এক আঁধার জানালায়
আমি তোমার মন মোহনায়
ভোরের কুয়াশায় ভিজে
ভালোবাসার মন
মিথ্যের হতাশায়
সিক্ত আমার এই সময়।
আমি বারবার চোখের
পাতায় তোমাকে ঘিরে
স্বপ্ন যে হারাই
জীবন আলো আমার
মিথ্যে হয়ে যায়
তবুও যে তুমি দূরে হারাও।
তোমার ভাবনার খেলাতে
আমার রাতজাগা মেলাতে
ঘুমভাঙ্গা সকাল
তবু সত্য দিয়ে হোক শুরু
মিথ্যে দিয়ে নয়।