ডিসেম্বর ২৩, ২০২৪

উত্তরসূরীকে দান

সাইদুর রহমান

আমি চাই

আমার পরের প্রজন্ম যুদ্ধক্ষেত্রে জন্মগ্রহণ করুক,

রক্তাক্ত দেহে আসুক রক্তাক্ত প্রান্তরে;

চোখে ঝরুক আগুন

কান্না নয়, গর্জনে কাঁপাক দিগন্ত।

কেনো ছলনাময়ী স্নেহ নয়

দেখুক বিশুদ্ধ যুদ্ধ;

কাপুরষ না,যোদ্ধা হোক যোদ্ধা।

আদর্শ যোদ্ধা হলে,

নেতৃত্ব নিক; আর

দুর্বলতা থাকলে,

নিপাত যাক।

সে যখন পুড়বে,

সবাই দেখুক;

কিন্তু তাঁর পূর্বসূরীর মতো না হোক,

যে জ্বলেপুড়ে ছাই হয়ে যায়

তবু গন্ধটাও ছড়ায় না!

এই যুদ্ধক্ষেত্র প্রস্তুত করবো আমি

আমিই জ্বালাবো এই যুদ্ধের আগুন!

আমার রক্তদেরকে বানাবো, সুদাহ্য বস্তু;

যা ত্রিকণিকার মতোই ত্রিমুখী জ্বলবে।

উত্তরসূরীকে এই দান করবো আমি।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *