ডিসেম্বর ২৩, ২০২৪

ক্ষিপ্ত- রক্তাক্ত

মোঃমনির সরদার

এই প্রেম ক্ষিপ্ত -রক্তাক্ত
ভালোবাসার এই পথে
নেই কোন অনুভব-আনন্দ
তবুও এই মন কতো উৎসাহে রচিত
তোমার অনুভূতির বসন্তে।

আমি বিশ্বাস করেছি- আমি নিঃশ্বাস নিয়েছি
যখন তোমায় ছুঁইবো আমি
কখনো ভাবিনি তোমায় নিষ্ঠা
তুমি আমার দুচোখের মুগ্ধ মায়া।

আমার ঘরের ভিতর ভেসে আসে তোমার শত নীরব কান্না
প্রতিটি সন্ধ্যায় আমি একা একা
বসে ভাবি তোমার ক্ষত ব্যথার যন্ত্রণা।

এই পৃথিবীতে কালো মেঘে
বিদ্যুৎ চমকায়
পুড়ে মরছে কত লক্ষ মানুষ
হয়তো বা আমি ঘরে বসে দেখছি।

একবার চেয়ে দেখো তুমি
কি আনন্দ -কি ভয়াবহ
এই শহরে অসৎ নরনারী চলে কামনা -বাসনার দূরন্তে।

এই পরকিয়া দূর্বহ
শুধুই মিথ্যে আলপনায় ঢাকা
লক্ষ রক্ত চোখ নীল চিরে
খোঁজে অসৎ ভালোবাসা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *