ঝরা পাতার অনুরণন
ঝরা পাতার অনুরণন
শাহনাজ পারভীন মিতা
ঝরা পাতার গান শুনবো , নিঃসীম পথ হাঁটি
ঝুম বৃষ্টিতে অনুভব কষ্টের অনুরণন নিরবধি,
সুরে সুরে বৃষ্টির ফোটায় ওড়ে সময়ের ঝরা পাতা
অন্তহীন ঢেউয়ের বুকে নদীজলে বয় শোক গাথা।
সেখানে উড়ে আসে প্রেম মুক্ত পাখির ডানায়
শুন্য হৃদয় ক্যানভাসে যে রঙধনু রঙ মেলায়,
আমি খুঁজে ফিরি অবেলায় সেই মুখ তোমায়
চুপি চুপি নীরবে এসে দাঁড়াও কে ছুঁয়ে আমায়।
যেখানে মধ্যে রাত ,কখনও শুধুই থমকে দাঁড়ায়
কি গভীর পদশব্দে জীবনের এই প্রান্তবেলায় !
অসংখ্য প্রদীপ জ্বলে চারিধার অপরুপ মায়ায়
মনের নীলকাশে উড়ছে ঘুড়ি ঝরা পাতার কায়ায়।
বাড়াই হাত ,পদশব্দ ছুঁয়ে বাজে রুমঝুম নুপূর
গভীর চেনা,চোখ মেলে প্রেম ,আয়নায় ভাঙচুর।
চমৎকার লেখা! খুব ভালো লাগলো।