প্রতীক্ষার অবসান
প্রতীক্ষার অবসান
মজনু মিয়া
সূর্য যখন অস্ত গেলো,দিনের হলো শেষ
সূর্যালোকের বিদায় যেন, আঁধার পরিবেশ।
দূর দূরান্তের পাখিরা সব, ফিরে এলো নীড়
নদী জলে মাছেরা তাই, খোঁজে ফেরে তীর।
কবে কখন কোথায় যেনো? দেখা পেলাম তার
আসি বলে চলে গেলো, এলো না তো আর!
ব্যাকুল মনে আজও পথে, চেয়ে থাকি তাই
আসবে ফিরে কোনো সন্ধ্যায়, মনে শান্তি নাই!
মোহন বাঁশির সুর শোনালো, মজালো যে মন
আসবে না তা বলেনি তো ;ভেবেও কোনো ক্ষণ!
প্রতীক্ষাতে আছি রবো, বাঁচি যতো দিন
মনে প্রাণে বাজে৷ আজও, তার সুরের ঐ বীণ।
ভেবে ভেবে রাত পোহালো, হলো যখন ভোর
মনের মানুষ চোখের সামনে, খোলে দেখি দোর।