স্লোগান শেষে
স্লোগান শেষে
হাসিনা আনজুম মোনালিসা
পরিযায়ী পাখনায় বিভেদের রঙ ধুয়ে ফেলো
হে মনুষ্যত্ব ,
জান্হবীর তীরে আজ নিবিড় অন্ধকার
থকথকে রক্ত উগরানো কালের ক্যালেন্ডার
কত ছুটি বাকী পড়ে আছে ,
নিঃশব্দ হাহাকার তোমার আমার
হাঁড়ি র গায়ে সভ্যতা পুড়ে খাক
নেভাতে পারবে তো আঁচ !
জল ভাগ শুকিয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডাঙ্গা
একবার বন্যার্ত হাতে এগিয়ে আসতে পারবে না ?
ক্লান্ত স্লোগানে পড়ন্ত মিছিলে ঘুমিয়ে পড়েছি হাত মুখ ধুয়ে
খুলে রেখেছি মঞ্চ সামিয়ানা ,
শোচনীয় পদ্যের গায়ে ঝুলিয়ে রেখেছি হার না মানা রান্নাবান্না
শত রেসিপিতে উপচে পড়ছে ফেনোমিনা,
গরম গরম চা পায়ের উপর পা শত আলোচনা
পদ থেকে প্রত্যয় বুৎপত্তি থেকে বোধহয় ।
পেট পুরে খেয়ে ঘুমন্ত অপরাধ নামা , শুধু
মনুষ্যত্বের মন্বন্তরে ধুঁকছে আজব কারখানা ।