চল শপথ নি
চল শপথ নি
হাসিম আব্দুল হালিম
আজকে নবী দিবস,
পবিত্র এক দিন।
নবীর প্রতি মহব্বতে
চল শপথ নি –
কারো হক মারব না আর,
মিথ্যে কথা বলব না।
লোভ কভু করব না আর,
চুরির পথে চলব না।
বেইমানি করব না আর,
ঘুষ কভু নেব না।
সুদের পিছু ছুটব না আর,
মদ কভু খাব না।
জুয়া খেলা খেলব না আর,
জেনার পথে চলব না।
অহংকার করব না আর,
ঝামেলায় কভু জড়াব না।
কাউকে ঘৃণা করব না আর,
জাতি ভেদাভেদ মানব না।
কাউকে কভু দুষব না আর,
কারো অমঙ্গল চাইব না।
অসৎ সঙ্গ নেব না আর,
অসৎ কর্মও করব না।
হিংসা কভু করব না আর,
হিংস্র পথে চলব না।
রাগ অভিমান করব না আর,
আবেগ নিয়ে চলব না।
বরং
সবাইকে ভালো বাসব,
সৎ ব্যাহার করব।
সদা সত্য কথা বলব,
সৎ কর্ম করব।
সদা সৎ পথে চলব,
ধৈর্য ধারণ করব।
সদা সৎ উপার্জন করব,
সত্য খেয়ে বাঁচব।
শান্তির বাণী গাইব প্রাণে,
শান্ত পথে চলব।
মানব সেবায় এগিয়ে গিয়ে
সবার আপন হব।
সবার মঙ্গল চাইব প্রাণে।
সত্যে অটল রইব।