প্রাপ্তি অপ্রাপ্তিতে জীবনবেলায়
প্রাপ্তি অপ্রাপ্তিতে জীবনবেলায়
শাহনাজ পারভীন মিতা
খুব ছোট্ট একটি কথা ,ঘুম হয়েছে !
ওষুধটা খেতে ভুলো না কিন্তু!
কেমন মনটা ভরিয়ে দেয়।
খুব বেশী কিছু চাই না আমি
সকালের আলোয় ফুটে ওঠা জবা ফুল,
কখনও কোকিলের কুহুতান
মেট্রোরেলের ছুটে চলার আওয়াজের মাঝে
বেজে চলা কবির সুমনের গান।
এক কাপে চায়ে আমি তোমাকে চাই ,
তোমাকে চাই , আমি তোমাকে চাই।
গার্হস্হ্য জীবন ও প্রেম
বয়ে চলে গ্রামের পাশে বয়ে চলা
চত্রা নদীটির মতন ,
যেখানে বর্ষায় ভরা জল
চৈত্রে খাঁ খাঁ রৌদ্দুরে জলের হাহাকার।
হয়ত এটাই নিয়ম জগতের
কখনও প্রেম কখনও বিরহ,
একটা কথাই চিরসত্য
তুমি আমার প্রাপ্তি অপ্রাপ্তিতে জীবনবেলায় ।