ডিসেম্বর ২৩, ২০২৪

প্রেম পত্রিকা

মোঃমনির সরদার

তুমি এখন যা দেখছো
তুমি এখন যা শুনছো
তা কতটা সত্যি তুমি কি জানো
মানুষ কি খোঁজে তুমি কি বোঝো।

তুমি আজ যা-করছো
তুমি আজ যা- ভাবছো
তা কতটা নিজের জন্য
ভালোবাসার মানুষের উপর
আজ দোষ দিচ্ছো।

তুমি আমায় খোঁজো
অন্যের ছায়ার মাঝে
তোমার কিছুই থাকবেনা
যদি নিজের ভুল না বুঝো।

তুমি আজ যা- করছো
প্রেম আবেগে
তুমি যা ভাবছো মনে
কি ভাবছো অনুভবে
পথে যা দেখছো
বাসায় তা কি আমায় দেখছো।

মানুষের কাছে আমার নামে
যা শুনছো,
তুমি কি কখনো সত্য -মিথ্যে
জানার চেষ্টা করছো।

তুমি না শুধু নিজের মত
করেই ভাবছো
হৃদয়ের অনুভূতি
জুড়ে আমার স্মৃতি রেখেছো।

ডিসেম্বর ২৩, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *