অক্টোবর ২৮, ২০২৪

অভাজনগণ

আইয়ুব আকন্দ বিদ্যুৎ

বেহুদা জীবন লইয়া আইলা ক্যান?

এশিরীয় এদন বাগান ঘুমায় এখন

চৌদিকে দজলা ফুরাত বহতা নদী

সুজলা সুফলা মাটি ছিল স্বর্গধামে

ওখানেই কেন করোনি জীবন চাষ

একটু ভুলে গন্ধম ছুঁয়ে আইলা ক্যান?

রূপ রাশি অপ্সরা ভাঙিল ক্যান ধ্যান

সাধনার ষোলকলা শূন্যফল আনে

শুধু হাতে তুমি নেমে এলে ধরাতলে

কিন্নরী সঙ্গীত দলে কেন মজিলে না

হাহা, হুহু, চিত্ররথ ক্যান ফিরায়নি যাত্রা

এখানে এখন লব্ধ তোমার পঁচা জীবন।

কেউ কেউ এখানে তুলছে ইমারত

পান্থ কেউ কেউ ধুকছে পথের ধারে

একটু অধিকারের জন্য কত রক্তারক্তি

শত দেয়াল বিভেদ স্বার্থ বুদ্ধির কানুন

এসবের কিছুই এখানে আসমানী নয়

কী সে মোহে তুমি আসিলে স্বর্গ ছাড়িয়া

একদিন হাড়হাড্ডি চূর্ণ হলে মাটি হবে

অমরত্ব ব্যলকনিতে ঝুলানো ফানুস

তুমি শুধু এসেছিলে শুধু যাবে মিশে

কেউ দেখবে না তোমার আসা যাওয়া

অভাজনগণ মিছে জন্মে মিছে মরে

গোপনে বিরাজে কেউ শুধু খেলে খেলা।

অক্টোবর ২৮, ২০২৪

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *