অনৈতিক ভাবনাগুলো
অনৈতিক ভাবনাগুলো
আইয়ুব আকন্দ বিদ্যুৎ
তুমি কিছুই জানো না সময় সবই জানে
কখন চিহ্ন বদল হয়, কখন গান বদল
হয়,এটা ঈশ্বরই করে থাকেন তার মত
এতদিন পর বিবরের নাদান প্রাণি এসে
বেশ পুরোণু সুরে নতুন গান গাইবে নাকি
শতবর্ষী কসরতের ভেতর থেকে বেরিয়ে
মোহমুগ্ধ করে তোমাকে নিয়ে যাবে ত্রাসে?
তুমি কতদূর পর্যন্ত দেখ স্বাধীনতার আলো
পুরো বিশ্ব জুড়ে? নাকি মহাবিশ্ব অতিবিশ্ব
অথবা অতি অতিবিশ্বের কার্নিশে ঝুলন্ত
থাকে তোমার গান ও চিহ্ন বদলের স্বপ্ন?
তুমি তো জানো না কখনো কখনো আগুন
লাগে রক্তে….. জনতা জাগে, চেতনা জাগে
তখন তোড়ে- তাণ্ডবে সুইও ফাল হয় অথবা
অনৈতিক ভাবনাগুলো কুড়াল ও কাল্ হয়।