ডিসেম্বর ২৩, ২০২৪

দৃষ্টি ছুঁয়ে দূর দিগন্তরেখা

0

দৃষ্টি ছুঁয়ে দূর দিগন্তরেখা

শাহনাজ পারভীন মিতা

আয়নায় চোখ রাখি শেষ বিকেলে
দুচোখে কাজল মেখেছি দেখব বলে,
চোখের আড়ালে দূর গভীর দৃষ্টি
শুধু অবিরাম রিমঝিম গহন বৃষ্টি ।
মনের আড়ালে মন নিশ্চুপ যে জন
হাসে কাঁদে জীবন বেলায় সে জন,
তুমি কী চেনো তাকে সেই মায়াবিনী
চোখের আড়ালে চোখ নীলা হরিণী।
পাহাড় অরণ্য সেই চোখের গভীরে
সকাল ,বিকেল ,সন্ধ্যায় পাখির নীড়ে
যে জন একাকী হেটে চলে কোন অজানায়
জীবন বেলায় আনন্দ বেদনা কত মায়ায় ।
তুমি কী দেখেছো তাকে সেই প্রভাতে
সূর্য আলো ছড়ায় ভোরের শিশির প্রাতে,
শিশিরের মতই ক্ষণস্হায়ী জীবনমায়া
কত আনন্দ হাসি গান আপন ছায়া।
গহন বৃক্ষ নদীজল বুকে নিশ্চুপ একা
সেই মেয়েটির দৃষ্টি ছুঁয়ে দূর দিগন্তরেখা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *