কানামাছি
কানামাছি
অরবিন্দ সরকার
সত্যের কুল কিনারা,পাওয়া মুস্কিল,
মিথ্যার বীজ বপনে,যত অসভ্যতা,
রাস্তা বিপরীত গামী,জটলা অযথা,
কষ্টি পাথরে যাচাই, তবু গরমিল।
তদন্তের আগে ফাঁসি,রায় সাবলীল,
নিকুচি তথ্য ভাণ্ডারে,ধামাচাপা তথা,
যার কোল খালি হলো,তার বড় ব্যথা,
শূন্য পরিমাপ যন্ত্রে, স্কেলে সাদা নীল।
যাকে পাবি তাকেই ছো, কানামাছি ভোঁ ভোঁ,
তল্পিবাহক সিভিক,সে পাঁঠার বলি,
প্রশাসনে যারা মাথা, তাঁদের এক গোঁ,
তদন্তের দফারফা,মঞ্চে কথাকলি।
রাতের পথ দখলে,আন্দোলনে নারী,
জনরোষ মানুষের,পড়ুক আছাড়ি।