কমরেড, তোমাকে
কমরেড, তোমাকে
ড. পৌলমী চক্রবর্তী
মিছিলে হাঁটতে হাঁটতে তোমার সঙ্গে দেখা,
মিছিলে হাঁটতে হাঁটতে আমরা বন্ধু,
পাশাপাশি মুষ্ঠিবদ্ধ দুই হাত ওপরে তুলতে তুলতে কখন যেন পরস্পরের হাতও ধরেছি,
রক্ত ক্লেদ ও ঘৃণায় মাখামাখি আমাদের চিৎকার আকাশ ফাঁটিয়ে গলা তুলেছে—
নষ্ট প্রেমে চুরমার হতে হতে জড়িয়ে ধরেছি কবিতাকে,
উন্মত্ত ভালোবাসায় ডুব দিয়েছি প্রেমিকের ঠোঁটে,
তোমার সময় না কাটা ঘড়ির টিকটিক শব্দে মিশে গেছে
আমার ঘনিয়ে আসা জ্বরের ঘোরে…
ভদকার বোতলে জমে ওঠা বিতর্কে তুমি লড়েছো আম আমি চেঁচিয়েছি,
আপোষ বিক্রি করে কখনো বা জেনেশুনে অন্যায় মেনেও নিয়েছি;
আমি সাদা তুমি কালো, আমি ডান তুমি বাম, ঝগড়ায় গলা ফাটিয়েছি;
কাছাকাছি নাই হোক, এসএমএসেই বা হল, আজীবন পাশেই রয়েছি।