ডিসেম্বর ২৩, ২০২৪

আর কেঁদনা মরা কান্না

0

আর কেঁদনা মরা কান্না

আজিজুল হক

তুমি আর কেঁদনা, মাধবীলতা!

নিষ্ঠুর এই পৃথিবী মুহুর্তেই

ভ্যানিস করে দেবে তোমার হাজার হাজার কস্টের সমস্ত স্তর গুলো ক্রমশঃ,

গোপন চেম্বার থেকে জন্যশূন্য হলঘরে একাকী নিভৃত অন্ধকারে

কয়েকজন জল্লাদের অস্ত্রপাচারে

তোমার পাতাল প্রবেশ ঘটবে।

বীভৎস যন্ত্রনা গুলো,কষ্টের অশ্রুকণা গুলোর তীব্র আর্তনাদ

হিংস্র দানবের মতই মুছে ফেলবে

তাদের নিষ্ঠুরতার সব পদচিহ্ন গুলো,

যা এঁকেছিল কয়েকজন নরপিশাচ।

কেউ জানতেও পারবে না

সেদিনের সেই মুহূর্তের কি ভয়ঙ্কর ব্যথাতুর হৃদয়ের তোমার জীর্ণ আর্তনাদ ।

কেন শুধু কেঁদেই যাবে তুমি?

কেন শুধু ক্ষয়েই যাবে একটু একটু করে অনেক, অনেকটা দূর…..

মাধবীলতা,তোমার যন্ত্রনার লোনা জলে

ভাসলেও ভাসতে পারে সামান্য কয়েক টা জনস্রোত..

গ্রাম থেকে শহর কিংবা শহর

থেকে অনেক দূরের কোন পাহাড়ি গ্রামে !

শুধু জন্মাতে পারেনা-পারবেনা এই

নিষ্ঠুর পৃথিবীর হৃদয় পিঞ্জরে

তিল পরিমান ভালোবাসার বীজ…।

আর কেঁদনা মাধবীলতা…

তোমার ওই ধূসর বুকের নিংড়ানো

উপচে পরা যন্ত্রনায়…

সবাই মিছিল করে,

প্রতিবাদের ভাষা উচ্চারিত হয় ক্ষনিকের তরে।

তারপর কেটে যাবে সব বিষন্নতা।

নীল আকাশে উঁকি দেবে শরতের পেঁজা তুলো..

ঢাক বাজবে মণ্ডপে মণ্ডপে,

মায়ের জয়ধ্বনিতে মুখরিত হবে আকাশ..

এভাবেই ভুলে যাবে মাটির দুর্গারা সব,

ভালো থাকবে তারা নির্লজ্জ প্রেম বুকে জড়িয়ে,

-ভালো থাকবে সব জল্লাদেরা….

শুধু আমি ভালো নেই …।

ভালো থাকবে না আগামীর শিশুরা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *