আলফ্রেড হিচকককে আমি চিনতাম
আলফ্রেড হিচকককে আমি চিনতাম
শিশির আজম
ও আমার বন্ধু ছিল
স্কুলে গাদা গাদা বই পড়তো গণিতের সূত্রসহ
কিন্তু পরে বইয়ের প্রতি ওর প্যাশন আর ছিল না
কবিতা ছিল খুবই বিরক্তিকর
নাটক ভাঁড়ামি
মানে ও তাই মনে করতো
কখনো স্টেডিয়ামমুখো হয়নি
ফুটবল খেলা দেখাটাকে ওর কাছে চরম নৈরাজ্যকর মনে হতো
সভ্যতা হলো পাদ্রিবাবার টুপি
ক্ষুধা ধর্ম
স্বামী-স্ত্রীর যৌনতা নীতিসম্মত বমি
আসল ব্যাপার হলো
ওর শৈশবটা ছিল খুবই নিরানন্দের খুবই অসহনীয়
যেন ভাইকিংদের পরিত্যাক্ত চরে আটকে পড়া জাহাজ
কৈশরও তাই
ও চেয়েছিল
যৌবনটা ওর নিজের মতো হোক
ব্রহ্মকারু মাকড়শা আর ৩৩০০ ডিগ্রি ফারেনহাইট রক্তপাতসহ
বুঝতেই পারছেন ব্যাপারটা সহজ ছিল না।