মতিভ্রম
মতিভ্রম
নাজিয়া আফরিন
তারপর, কি হলো আজ –
কে জানে?
আমার সত্তাটি বুঝি চলে গেছে
এই নগরীর ভিড় ঠেলে ছুটেছে
বুঝি বা আকাশ পানে।
আকাশের তারার সাথে
করেছে মিতালী –
কত অজস্র স্মৃতি, অজস্র স্রোতের মতো
আছড়ে পড়ে মন সমুদ্রের কূলে।
এতো মানুষের মাঝে একা হয়ে আমি
যাচ্ছিই বা কোথায়?
আমি এতো একা হলাম কিভাবে?
ঐ নীহারিকাপুঞ্জরাও তো দলবেঁধেই থাকে
আমি কি তবে তার চেয়েও বেশি নি:সঙ্গ।
মনের বেদনার তো কোন ভাষা নেই
তাই আমিও ভাষাহীন, নির্বাক!
তিতকুট স্বাদে ভরা মনটাকে নিয়ে
কতকাল হেঁটেছি এতটা পথ?
কেউ তো বাড়িয়ে দেয়নি
আস্থা আর বিশ্বাসের হাত।
দিয়েছিল কি?
হয়তো, ভরসা পাইনি।
দ্বিধাময় মনের জঞ্জাল ছেড়ে
ঐ দূরে মুক্ত পক্ষীর মতো
স্বাধীন হয়ে ডানা মেলতে চাই, ডানা।
চলে যেতে চাই স্তরের পর স্তর
আকাশের ওপারে
নিচে থাকবে সব আপনজন,
আমার সমস্ত আত্নাভিমান আর
গ্লানির জ্বালা ঝেড়ে দিবো ঐ
নোংরা পৃথিবীর তরে।