ডিসেম্বর ২৩, ২০২৪

প্রিয়াংকা নিয়োগী

মৃদু উষ্ণ চলমান প্রবাহে,

বয়ে নিয়ে যাচ্ছে নিজের মতো করে,

ধাক্কা খেলেও,

ভেঙে যেতে নেই,

চিয়ার্স হোক ধাক্কা‌ খাওয়া মুহূর্তকে,

ধাক্কা কে ধাক্কা মেরে দেওয়ার অভয় থাকুক মনে।

অন্ধকারকে ভয় না পেয়ে,

অন্ধকারে্র সাথে অন্ধকারকে ঠুকে আলো জ্বালাও।

যেমন অতীতে হোতো পাথরের সাথে পাথর ঠুকে আলো জ্বালানো।

‌‌খারাপ পরিস্থিতিতে ভেঙে পড়তে নেই।

পরিস্থিতির মোকাবিলা করে,

খারাপ পরিস্থিতিকে,

দিতে হবে ভেঙে।

সব পরিবেশে নিজেকে ভালো বলতে নেই,

ভালো প্রমাণ করতে নেই।

যে পরিবেশে তোমাকে খারাপ মনে করে!

অথচ কাজটা সবসময়ই ভালো করতে হবে।

সোনালী দুপুর,

সবুজ কালো বর্ষায়,

শরতের শান্ত উষ্ণতা,

না পেয়ে ভোগা,

মনের ইচ্ছে পূরণ করা,

সবটাকেই চেয়ার্স করতে হবে।

পরাজয়-জয় আনন্দ উল্লাস

চ্যালেঞ্জ সবটাকেই করো‌ চিয়ার্স।

আগামীর আগামী হতে,

প্রতিটি পদক্ষেপে নিজেকে মানিয়ে নিতে হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *