ভালোবাসতে কী না জানা নেই
আইয়ুব আকন্দ বিদ্যুৎ
তোমার ভালোবাসা পাইনি বলে ক্রমশ
বুকের ভেতর বিগ ব্যাং বিস্ফোরণ
বাড়তে বাড়তে বেড়ে গেছে অপ্রতিরোধ্য
নক্ষত্রের মৃত্যুবৎ।
তবুও তুমি আসবে না আর সুমিষ্ট হাসবে না
আটত্রিশ লক্ষ বছরে ঠাণ্ডা হলে অশান্ত মন
পড়ে থাকবে অবশেষে প্রেমের অনিশেষ
ছাই আর নন্দিত ধুলো
অথচ তোমার মন হীরক-শক্ত দূরলক্ষ
গ্রাফাইট যেন কাটতে পারে না এই মন।
কিন্তু রঙিন সময়ে ফড়িং উড়িয়ে
এসেছিলে তুমি, মিথ্যে নয়
বেসেছিলে ভালো,মিথ্য নয় অথবা মিথ্যে
অথবা তুমি মেকি, বাসোইনি ভালো
শুধু মধুটিলার আগে সম্শচূড়া পাহড় যেন
আমি সদর্ভে ওঠেছি তোমার হৃদয়-চূড়ায়।
এমন ভালবাসা তাহলে কেন ফুরায়
তাহার মন কেন থমকে দাঁড়ায়?
খুলে বলতে মানা নেই, এখন আর
এসব প্রশ্নের উত্তর জানা নেই, জানা নেই।