স্মৃতিতে মা
স্মৃতিতে মা
উম্মে হাবিবা
এ দুচোখ মা, তোমার স্মৃতিতে ভরপুর
ঘুম তাই গেছে চলে, ঐ অচিন পুর।
চারিদিকে শুধু মা, তোমার হাতছানি
তোমায় ছাড়া এই আমি, ভীষণ একাকী।
তোমার মতো আমায়, কে ভালোবাসবে?
কেবা আমায় যত্ন করে, নিজের কাছে টানবে?
তোমার মতো আমায় নিয়ে কে এখন ভাববে
কেবা আমায় তোমার মতো মমতায় জড়িয়ে নিবে?
এতো আদর এতো মায়া কিভাবে ফুরালো
কেমন করে তোমায় ছাড়া বাকিটা পথ চলবো?
প্রতিটা প্রহর কাটে আমার তোমার স্মৃতিতে
এমনি করে এই অবেলায়, না গেলেও তো পারতে?
তুমি ছিলে শক্তি আমার, বেঁচে থাকার প্রেরণা
জীবনের একমাত্র অবলম্বন আর ভালোবাসা।
আচমকা, আমায় একা করে কেনো চলে গেলে?
তোমায় ছাড়া নিস্ব আমি, এই গোটা পৃথিবীতে।
বাবার মতো তুমিও কি আর কখনোও ফিরবে না
একবারও কি আমায় জড়িয়ে, বুকে টেনে নিবে না?